Facebook Facebook Facebook Facebook

468x60 Ads

বিমানবন্দরে ১৪ টি সোনার বারসহ ধরা পড়লেন অভিনেতা মোশাররফ করিম


Viral News | 6:32 PM |




‘গত কয়েকটি রাত কাটলো বিমান বন্দরে। সোনা পাচারকারীর পেছনে ছুটে। অবশেষে ১৪টি সোনার বারসহ জব্দ করা গেলো পাচারকারীকে।’ এভাবেই নিজের ফেসবুকে লিখলেন অভিনেতা সুজাত শিমুল।
এমন দৃশ্য দেখা যাবে ‘স্বর্ণমানব’ টেলিছবিতে। ড. মইনুল খানের রচনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন মাসুম শাহরিয়ার। পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। এতে স্বর্ণমানব চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
টেলিছবির কাহিনি প্রসঙ্গে কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশনের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, দালালের সহায়তায় মধ্যপ্রাচ্য পাড়ি দিলেও সুবিধা না পেয়ে দেশে ফেরত আসেন মোশাররফ করিম। ধারদেনা করে নি:স্ব হয়ে পড়েন। ধারদেনা আর মেহজাবিনের সঙ্গে বিয়ের কথাবার্তায় আর্থিক চাপ অনুভব করে মোশাররফ করিম।
চোরাচালানকারী চক্রের সদস্য হাসানের খপ্পরে পড়ে যায়। এয়ারপোর্ট টু এয়ারপোর্ট যাতায়াত। প্রতি চালানে নগদ টাকা। লোভ হলো। চলে বিশেষ প্রশিক্ষণ। এরপর কাস্টমস গোয়েন্দার নজরদারিতে ধরা পড়া। তবে শরীরে বিশেষভাবে বহন করায় তা উদ্ধারে চলে নাটকীয়তা।
অবশেষে হার মানতে হয় বাহককে। মোশাররফ করিমের অসাধারণ অভিনয়ে কাহিনিতে ভীষণ টেনশন যুক্ত হয়েছে। শাহজালাল বিমানবন্দরে শুল্ক গোয়েন্দা সংস্থার অন্তরালে গোয়েন্দা কাজের ছাপ দেখা যাবে এই টেলিছবিতে


আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আগামী ২৬ জানুয়ারি রাত ৮ টায় চ্যানেল আইয়ে প্রচার হবে বিশেষ টেলিছবি ‘স্বর্ণমানব’। অভিনয় করেছেন মোশাররফ করিম, মেহজাবিন, অপর্না ঘোষ, আখম হাসান, রওনক হাসান, আহসান হাবিব, সুজাত শিমুল, খালিদ মাহমুদ প্রমুখ।

নগ্ন হয়ে গোসল ও অজু করা যাবে? জেনে নিন অতি গুরুত্বপূর্ণ কিছু কথা


Viral News | 10:35 AM |

১. উলঙ্গ হয়ে গোসল করা জায়েয আছে , কিন্তু সুন্নত পরিপন্থী। মোস্তাহাব ও উত্তম হল লুঙ্গি ইত্যাদি বেঁধে গোসল করা।
কেননা আবু দাউদ শরীফে বর্ণিত আছে—রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ লজ্জাশীল ও পর্দাকারীদের পছন্দ করেন। তাই তোমাদের কেউ যখন গোসল করে তখন সে যেন পর্দা করে নেয়।(তাহতাবী)
২. গোসলখানায় যদি কোনো পর্দাহীনতা না হয় তাহলে উলঙ্গ হয়ে গোসল করা জায়েয আছে। (মাহমুদিয়া ৪/৩৮৭) (এমনিভাবে পর্দার ক্রটি না হলে খোলাস্থানেও উলঙ্গ হয়ে গোসল করা জায়েয আছে এবং গোসলের অযুতে নামায জায়েয)
৩. গোসলখানা বা বাথরুমে লাইটিং এর ব্যবস্থা না থাকলে বাতি বা বিদ্যুৎ দ্বারা আলোর ব্যবস্থা করে নিবে। (মাহমুদিয়া ১০ খন্ড, পৃঃ২০২)
৪. পর্দার মধ্যে কাপড় খোলে গোসল করা জায়েয আছে, এমনিভাবে খোলা মাঠে পুরুষের নাভি থেকে হাটু পর্যন্ত কাপড় বেঁধে বাকী অংশ খোলা রেখে গোসল করা জায়েয আছে। তাঁর নাভি থেকে হাটু পর্যন্ত (যা পুরুষের সতর) কারো সামনে খোলা হারাম। (আপকে মাসায়েলঃ দ্বিতীয় খন্ড, পৃঃ৮১)
৫. পেন্টি জাঙ্গিয়া পরে গোসল করলে যদি কাপড়ের নিচে পানি পৌঁছে যায় এবং শরীরের ঢাকা অংশও ধোয়ে ফেলা যায়, তাহলে গোসল ছহীহ হবে। (আপকে মাসায়েল ২য় খন্ডঃ পৃঃ ৮১)
৬. এটাষ্ট বাথরুমে গোসল করা ছহীহ, যদি তা পবিত্র থাকে এবং নাপাকির ছিটা না আসে। যদি তা সন্দেহের হয় তবে প্রথমে পানি ঢেলে পাক করে নিবে পরে গোসল করবে। (আপকে মাসায়েলঃ ২য় খন্ড, পৃঃ৫৩)
৭. বসে ও দাঁড়িয়ে উভয় অবস্থায় গোসল করা জায়েয আছে, পর্দার প্রতিলক্ষ করে বসে গোসল করা উত্তম। (ইমদাদুল ফাতায়াঃ খন্ড ১, পৃঃ৩৬)
৮. পুরুষের গোসল ওয়াজিব হয়েছে, পর্দার কোনো ব্যবস্থাও নেই অনেক পুরুষের সামনে করতে হবে। এমনিভাবে কোনো মহিলারও এমন অবস্থা হয়েছে এবং শুধু মহিলাদের সামনে গোসল করতে হবে। তাহলে গোসল করতে পারে। (ফাতাওয়ায়ে দারুল উলুমঃ প্রথম খন্ড, পৃঃ ১৬৯)
৯. উলঙ্গ হয়ে গোসল করা অবস্থায় কিবলার দিকে মুখ পিঠ করা মাকরূহ-তানযীহী বরং উত্তর দক্ষিণ দিক হওয়াই উচিৎ। (অগলাতুল আওযামঃ২৯)
আর যদি সতর ঢেকে গোসল করা হয়, তাহলে যে কোনো দিকে মুখ পিঠ করা যাবে। (আপকে মাসায়েলঃ পৃঃ২৫৪)
আরএম-৩৮/০৫-০১ (ধর্ম ডেস্ক)

বর্ষসেরা কোচ মনোনীত জিদান


Viral News | 9:42 AM |

২০১৭ সালে লা লিগা ও চ্যাম্পিয়নস লীগের শিরোপা জেতা রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান ফ্রেঞ্চ বর্ষসেরা কোচের পুরস্কার অর্জন করেছেন।
ফ্রান্স ফুটবল ম্যাগাজিন কর্তৃক মনোনীত বর্ষসেরা কোচের পুরস্কার গ্রহণের পরে জিদান বলেছেন, ‘কঠিন পরিস্থিতিতেও আমি যে ভালো কোচ হতে পারি সেটাই আমি প্রমাণ করতে চাই।’
বর্তমানে লা লিগায় মোটেই ভালো অবস্থায় নেই রিয়াল। টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১৬ পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছে রিয়াল।
 আরও খবর :
মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে ঘরের মাঠে ৩-০ গোলে পরাজিত হয়েছিল রিয়াল। রবিবার সেল্টা ভিগোর সাথে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে।
জিদান বলেছেন, অবশ্যই এই মুহূর্তে আমাদের পরিস্থিতি ভাল নয়। কিন্তু আমি এটার পরিবর্তন করবো। আমি জানি আমার দলের এমন অনেক খেলোয়াড় আছে যাদের ওপর আমার আস্থা আছে।
কিছু কিছু মানুষ মনে করে আমার কাছে সবকিছুই অনেক সহজ। কিন্তু আসলে তা নয়। খেলোয়াড় বা কোচ হিসেবে আমি সবসময়ই পরিশ্রম করেই দলকে কিছু দেবার চেষ্টা করেছি।
এসএইচ-১৮/১০/০১ (স্পোর্টস ডেস্ক)

গোপন অঙ্গের যে বিষয়গুলো মেয়েরা গোপন রাখে........


Viral News | 9:30 AM |


Add caption
দেশের নারীরা নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন নন। আজও বহু নারী নিজের লজ্জাস্থানে কোন অসুখ হলে সেটিকে লুকিয়ে রাখেন এবং তিল তিল করে নিজেকে ঠেলে দেন বড় একটি অসুখ কিংবা মৃত্যুর দিকে! ঠিক তেমনই একটি অসুখ হচ্ছে গোপন অঙ্গে ইনফেকশন, যা অধিকাংশ ক্ষেত্রে নারী বুঝতেও পারেন না যে তিনি এই রোগটির শিকার। লজ্জা নয়, সচেতনতা জরুরী। কথা যেটা আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও চিকিৎসা করানো খুবই জরুরী!
আপনার যোনির চারপাশে কি চুলকায় প্রায়ই? অস্বস্তি হয়, আশেপাশের চামড়া লাল হয়ে যায়? গোপন স্থানটি থেকে দুর্গন্ধ আসে, অস্বস্তিকর সাদা স্রাব হয় বা প্রস্রাবে জ্বালা পোড়া…
অনেক নারীর ক্ষেত্রেই তেমন কোন লক্ষণ দেখা যায় না বা অনেকের আবার মৃদু লক্ষণ থাকে। নিয়মিত গাইনির ডাক্তার দিয়ে চেকাপ করালে এই অসুখটি থেকে মুক্ত থাকা সম্ভব। সাধারণত যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো হচ্ছে-
-গোপন অঙ্গে দুর্গন্ধ হওয়া বা দুর্গন্ধ যুক্ত সাদা স্রাব হওয়া
-প্রস্রাবের জন্য জ্বালা পোড়া করা ও ব্যথা হওয়া
-যোনির চারপাশে চুলকানি ও অস্বস্তি
-অনাকাঙ্ক্ষিত রক্তপাত
-যৌন মিলনের সময় অস্বস্তি
-যোনির চারপাশের ত্বকে লাল র‍্যাশ হওয়া বা চামড়া লাল হয়ে যাওয়া
এই লক্ষণগুলোর যে কোনটি দেখা গেলেই অবিলম্বে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অন্যান্য লক্ষণ দেখা না গেলেও দুর্গন্ধ প চুলকানি খুবই সাদারন সমস্যা। তাই এই সমস্যা গুলো নিজের মাঝে দেখলে লজ্জা না করে অবিলম্বে ডাক্তারের কাছে যান। Vaginitis হতে দূরে থাকতে যা করতে পারেন প্রতিকারের চাইতে প্রতিরোধ জরুরী। Vaginitis হতে দূরে থাকতে প্রত্যেক নারী যা করতে পারেন, সেগুলো হচ্ছে-
-পরিষ্কার পরিছন্ন থাকুন। Vaginitis হতে নিরাপরদ থাকতে এটি অত্যন্ত জরুরী। প্রতিদিন যোনি ও এর আশেপাশের এলাকা হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করবেন।
-আপনার ত্বকে অস্বস্তি হয় এমন যে কোন পণ্য ব্যবহার হতে বিরত থাকুন।
-এক অন্তর্বাস বেশিক্ষণ ব্যবহার করবেন না।
– স্পর্শ কাতর এই অঙ্গ পরিষ্কারের জন্য বিশেষ ধরনের সাবান জাতীয় পণ্য পাওয়া যায়, সম্ভব হলে সেগুলো ব্যবহার করুন।
আরএম-৪৪/১০-০১ (লাইফস্টাইল ডেস্ক, সূত্র: ওমেন্স ওয়াল্ড)

ডায়াবেটিসে আক্রান্তদের জন্য কিছু স্বাস্থ্য পরামর্শ


Viral News | 5:44 PM |

ডায়াবেটিসে আক্রান্তদের জন্য কিছু স্বাস্থ্য পরামর্শ:-
---------
১. প্রতিবেলায় সুনির্ধারিত সময়ে খাবার খাবেন। অতিরিক্ত খাবেন না।
২. ব্যায়ামের পরপরই খাবার খাবেন না।
৩. যদি ইনসুলিন নির্ভরশীল হয়ে থাকেন তাহলে তিনটি পূর্ণ খাবার এবং প্রত্যেকটির
মাঝে মাঝে হালকা নাস্তার ব্যবস্থা রাখতে হবে।
৪. দ্রুত খাবার খাবেন না; ভাল ভাবে চিবিয়ে গিলবেন।
৫. প্রচুর পানি পান করবেন যা আপনার দেহ থেকে দূষিত পদার্থ বের করে দেবে।
৬. আপনার খাবার গ্রহণের সময়ের মধ্যে কম বিরতি দেবন। ভাজা ও মিষ্টি খাবার যথা সম্ভব
এড়িয়ে চলুন।
৭. প্রত্যেক পূর্ণ খাবারের সাথে সালাদ রাখবেন।
৮. দিনে অন্তত ২০ থেকে ২৫ গ্রাম কাঁচা পিঁয়াজ খাবেন।
৯. দিনে অন্তত এক ঘন্টা ব্যায়ম করবেন।
১০. লাল চালের ভাত ও লাল আটার রুটি খাবেন।
ডায়াবেটিকস আক্রান্ত রোগীরা এগুলো অনুসরণ করলেই কিছুটা সুস্থ জীবনযাপন করতে পারবেন, আশা করি। ভালো লাগলে শেয়ার করুন সকলের সাথে।
এমন ধরনের পোষ্ট পড়তে ক্লিক করুন

মিনি ১৫টি টিপস জেনে নিন....


Viral News | 5:35 PM |

মিনি ১৫টি টিপস জেনে নিন....
১। মুখের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য টক দই বেসনের সাথে
মিশিয়ে মুখে মাখুন
২। আটা পানির সাথে মিশিয়ে চুলায় গরম করতে দিন । ঘন হয়ে
এলে ঠান্ডা করে মুখে মাখুন । এতে আপনার ত্বক সুন্দর
হবে
৩। টক দই আর গুড়ো দুধ একসাথে মিশিয়ে মুখে মাখুন ।
ত্বক নরম ও মসৃণ হবে । তবে যাদের ত্বক তৈলাক্ত তারা এটি
করবেন না
৪। ত্বকের কালো দাগ দূর করতে লেবুর রস মুখে লাগান ।
দাগ হালকা হবে
৫। চুল সিল্কি করতে গোসলের পর এক মগ পানিতে
লেবুর রস মিশিয়ে মাথায় ঢালুন
৬।চোখের নিচের কালো দাগ দূর করতে শসা বা আলু
ছোট করে কেটে চোখের নিচে ১৫ মিনিট রেখে
ধুয়ে ফেলুন
৭। ঠোঁটের কালো ভাব দূর করতে দুধের সর নিয়মিত
ঠোঁটে লাগান
৮। দাঁতের হলদে ভাব দূর করতে পেষ্টের সাথে বেকিং
পাউডার মিশিয়ে ব্যবহার করুন
৯।মেকআপের সময় চোখের পাপড়ি ঘন দেখাতে
পাপড়ির উপর পাউডার ব্রাশ করে মাশকারা লাগান
১০। যেকোন লিপষ্টিককে ম্যাট বানাতে লিপষ্টিক দেওয়ার
পর পাউডার ব্রাশ করুন।
১১। নেইল পালিশ দীর্ঘদিন ঠিক রাখতে ফ্রিজে রাখুন।
১২। জেইল আইলাইনার না থাকলে কাজল কয়েক সেকেন্ড
চুলোয় ধরুন । তারপর ঠান্ডা করে চোখে লাগান । চোখ
সুন্দর লাগবে । কাজলও দীর্ঘস্থায়ি হবে
১৩। রোদে পোড়া ভাব দূর করতে মুখে শসার রস বা
টমেটো লাগান
১৪।কোন জায়গা পুড়ে গেলে তাড়াতাড়ি সেই জায়গায়
পেষ্ট লাগান । ফোসকা পড়বে না ।
১৫। পায়ের ক্লান্তি দূর করতে গরম পানিতে লবন মিশিয়ে পা
ডুবিয়ে রাখুন । এতে আরাম পাবেন
,
নিয়মিত আমার পোষ্ট পেতে চাইলে। আমাকে #like
দিয়ে রাখুন। আমার পোষ্ট গুলো আপনাদের
ভালো লাগলে (Thanks) অথবা T লিখে কমেন্ট
করবেন আসা করছি। আপনাদের কমেন্ট দেখলে
আমার ভাল ভাল পোষ্ট দিতে সাহস পাই।
সবাই লাইক ও #শেয়ার করে আপনার বন্ধুদের দেখার
সুযোগ করে দিন।
আপনার শেয়ারেও কেউ উপকৃত হবে! প্রতিদিন
ডাক্তারি সকল প্রকার সেবা পেতে আমার সাথেই
থাকুন ।। #ধন্যবাদ 

 
Adult Zone © 2012 Design by Best Blogger Templates | Sponsored by BTemplates4u